সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশত্যাগের উদ্দেশে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সে দেশত্যাগ করবেন। ইমিগ্রেশন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমরা বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানিয়েছি তার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না? কোনো নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশন করে দিতে হবে। তিনি এখন এয়ারপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আটটা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন তিনি। এর আগে গতকাল (৮ ডিসেম্বর) ডা. মুরাদ কানাডা যাওয়ার উদ্দেশে একটি টিকিট কাটেন বলে সূত্রে জানা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন তিনি। কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একইসঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান সাবেক এই প্রতিমন্ত্রী।