গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- ফরহাদ (৩৫) ও নাদিয়া বেগম (২০)। ফরহাদ ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। তিনি ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। অপরদিকে নাদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনিও একই একই এলাকার আফাজ উদ্দিনের মেয়ে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজী জানান, মঙ্গলবার দিনগত রাতে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে একই এলাকা থেকে ঘরের আড়ার সঙ্গে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় নাদিয়া বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।