সরকার পতনের এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপিসহ ৩৬ রাজনৈতিক দল। এসব দলের মধ্যে অধিকাংশ বিএনপির সমমনা দল। যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য। আগামী সপ্তাহে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা হতে পারে। একই সঙ্গে দেওয়া হবে রাষ্ট্র সংস্কারের ‘যৌথ রূপরেখাও’। তবে এক মঞ্চ থেকে নয়।
এসব ঘোষণা আসবে পৃথক মঞ্চ থেকে। চলতি মাসের শেষ দিকে অভিন্ন কর্মসূচি শুরু করবে দলগুলো। এ লক্ষ্যে এ সপ্তাহে আবারও সমমনাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির। একই সঙ্গে ১৯৯১ সালের আদলে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার খসড়া প্রণয়নে কাজ শুরু করেছে দলটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ‘শিগগিরই আমরা এক দফা আন্দোলন শুরু করব। অর্থাৎ বিএনপি দশ দফা ও যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দফাগুলো মিলিয়ে এক দফা করা হয়েছে। অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশনের অধীনে নির্বাচন। এখন এসব দাবি নিয়ে একটা জায়গায় আমরা এসেছি। সেটা মূলতই এই অবৈধ সরকারের পদত্যাগের দাবি’।
তিনি আরও বলেন, ‘হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচিতে সচেতনভাবে আমরা যাচ্ছি না। শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে, আগামী দিনেও তাই হবে। তবে এবারের আন্দোলনের ধরন হবে ভিন্ন। জনগণের সম্পৃক্ততাও থাকবে। এই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সরকার যাতে পদত্যাগ করতে বাধ্য হয় রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের গতিও সেভাবে তরান্বিত হবে’।
বিএনপি নেতারা জানান, কিছু দাবি সংবলিত করে একদফা দাবি চূড়ান্ত করা হচ্ছে। যার মধ্যে প্রধান বিষয় সরকারের পদত্যাগ। আরও রয়েছে-সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার। এক দফার বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হবে। কর্মসূচির মধ্যে সভা-সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, লংমার্চ ও রোর্ডমার্চ, সব শেষে ঢাকামুখী ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি থাকবে। নির্বাচন কমিশন, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার ভাবনাও রয়েছে। তবে এবার একটি বিষয় আমরা জোরালোভাবে স্পষ্ট করতে যাচ্ছি। সেটি হলো-শেখ হাসিনার কাছে পদত্যাগের দাবি জানাব না। কারণ দাবি জানিয়ে কাউকে পদত্যাগ করানো যায় না। প্রতিটি ফ্যাসিস্ট সরকারকে জনগণ শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এবার সেই কাজটি করবে।
এছাড়া ‘যৌথ রূপরেখা’ও প্রায় চূড়ান্ত করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, বিরোধী আন্দোলনে সফলতা এলে এবং নির্বাচনে বিজয়ী হলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখা প্রায় চূড়ান্ত করা হয়েছে। শুধু দু’একটি বিষয়ে মতবিরোধ থাকলেও তা সমাধানের চেষ্টা চলছে। তারা আশা করেন চলতি সপ্তাহেই তা সমাধান হবে।
সূত্রমতে, বিএনপি ছাড়াও এক দফা আন্দোলনে একমত হয়েছে গণতন্ত্র মঞ্চে থাকা ৬ দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, এলডিপি, গণফোরাম (একাংশ), পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি। ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটে থাকা-জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট (মাওলানা আবদুর রকীব), জাগপা (তাসমিয়া প্রধান), বাংলাদেশ ইসলামিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাগপা (লুৎফর), ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, বাংলাদেশ ন্যাপ (শাওন), বিকল্প ধারা বাংলাদেশ (নুরুল আমিন বেপারী), সাম্যবাদী দল (নূরুল ইসলাম), গণদল, ন্যাপ ভাসানী (আজহারুল ইসলাম) ও বাংলাদেশ মাইনরিটি পার্টি। গণতান্ত্রিক বাম ঐক্যের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কবাদী-লেলিনবাদী) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল। বিএনপি নেতারা জানান, আপাতত এসব দল এক দফা আন্দোলনে থাকছে। পরে আরও বেশ কয়েকটি দল যুক্ত হতে পারে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল ড. অলি আহমদ বলেন, ‘আমরাও বিএনপির সঙ্গে একমত। দীর্ঘদিন প্রক্রিয়ার মাধ্যমে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চূড়ান্ত আন্দোলন এক দফারই আন্দোলন। এক দফার কর্মসূচিতে এলডিপিও রাজপথে থাকবে’।
গত রোববার রাজধানীর একটি মিলনায়তনে এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে রাতের ভোটে ক্ষমতা দখল করেছে। জনগণের এখন একটাই দাবি, স্বৈরাচার সরকারের পতন। ফলে এই এক দফা দাবি আদায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেশের সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব’।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এখন চলছে নানা কর্মসূচি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ করা হয়েছে। সেখানে ব্যাপকভাবে তরুণ ও যুবকদের সাড়া পেয়েছেন বলে তিন সংগঠনের নেতারা জানিয়েছেন।
সিলেট, খুলনা এবং ঢাকায় আরও তিনটি সমাবেশ করবে। পাশাপাশি কৃষক, শ্রমিক, তাঁতী ও মৎস্যজীবী দলের উদ্যোগে ‘দেশ বাঁচাতে মেহনতি জনতার পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুলাই চট্টগ্রাম বিভাগের শ্রমজীবীদের নিয়ে পদযাত্রা করবে নোয়াখালীতে। এ ছাড়া দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ আগস্ট, হবিগঞ্জে ১২ আগস্ট, বরিশালে ১৯ আগস্ট পদযাত্রা হবে। অন্যদিকে, গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল পৃথক কর্মসূচি পালন করছে।
এবার ‘ডু অর ডাই’ নীতিতে দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তাই নির্দলীয় সরকারের দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলন গড়তে চায় দলটি। সে লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। চলতি সপ্তাহে যুগপৎ আন্দোলনের খসড়া যৌথ রূপরেখা তৈরির কমিটিগুলোর বৈঠক। ওই বৈঠকেই বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের রূপরেখা নিয়ে মতপার্থক্য নিরসন করার কথা রয়েছে। বৈঠকে রূপরেখা ঘোষণার পদ্ধতি এবং দিনক্ষণও চূড়ান্ত করা হবে।
গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘৩১ পয়েন্টে একটা রূপরেখা ঠিক করছি। সেখানে কিছু কিছু পয়েন্টে এখনো একটু মতপার্থক্য আছে, সেটা নিরসনের চেষ্টা করছি। তবে নিরসন যদি পুরোপুরি নাও হয়, যতটুকু আমরা ঐক্যমত হতে পারব তার ভিত্তিতে রূপরেখা দেব। এছাড়া বিএনপি ও গণতন্ত্র মঞ্চের দাবিনানা ক্রমাগত একদফার দিকে অগ্রসর হচ্ছে। সরকারের পদত্যাগের এক দফা আমরা স্পষ্ট করছি’।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সবার আগে দাবি হচ্ছে এক দফা-সে বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। ‘যৌথ রূপরেখার’ ৩১ দফার বিষয়েও একমত হয়েছি। ভাষাগত কিছু পার্থক্য আছে, আর সব ঠিক আছে। তবে সেটাও সমাধান হবে’।
এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দাবির পাশাপাশি নিজেদের প্রস্তাবিত রূপরেখার খসড়া তৈরির কাজও শুরু করেছে বিএনপি। এরই মধ্যে সংবিধান বিশেষজ্ঞ ও দলের নীতিনির্ধারক নেতাদের সমন্বয়ে একটি কমিটি খসড়া রূপরেখা তৈরির কাজ শুরু করেছে বলে বিএনপির একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন।