নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সমন্বয় সভা
হয়েছে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর মুনলাইট গার্ডেনে জাতীয়তাবাদ দল বিএনপি রাজশাহী বিভাগের আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর সাবেক এমপি ও মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে ও সভায় সঞ্চালনা করেন বিএনপির সাবেক মন্ত্রী, জাতীয় নির্বাহী কমিটি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ ছাড়াও বিভিন্ন অঞ্চলের নেত্ববিন্দু।