চট্টগ্রামের হাটহাজারীতে বাসের চাপায় নারী ও শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট চারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তিনজন আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।