রাজধানীতে আজ শনিবার দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল ও সমমনাদের সমাবেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার প্রবেশমুখে তল্লাশি চালানো হচ্ছে। বাবুবাজারেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শনিবার সকাল থেকে বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি, বংশাল ও চকবাজার থানা পুলিশ। সকাল থেকে এ পর্যন্ত ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ধরে ধরে তল্লাশি করা হচ্ছে। ব্যক্তিগত মোবাইলফোনও চেক করছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান গণমাধ্যমকে বলেন, কাল রাত থেকেই তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে, সে জন্য তল্লাশি করা হচ্ছে। দুই বৃহৎ দলের সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা।
শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।