বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চাঁপাতলা এলাকায় (টিকে গ্রুপের) গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরে এলাকাবাসী ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ৩ ঘণ্টা চেষ্টার পর বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানির মালিকপক্ষ। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, চাঁপাতলা এলাকায় অবস্থিত টিকে গ্রুপের গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডে সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের ৬টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরির ইঞ্জিন রুমে মজুত রাখা তেল থেকে আগুনের সূত্রপাত। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। আগুন নেভাতে সোডিয়াম বাই কার্বনেট ও অ্যালুমিনিয়াম সালফেড দিয়ে তৈরি বিশেষ ফোম ব্যবহার করতে হয়েছে। এদিকে মালিকপক্ষ জানিয়েছে, আগুনে কোম্পানির এনার্জি প্লান্ট, অয়েল হিটার, ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল রুম, ড্রায়ার, বয়লার, রিফাইনার এবং ফ্যাক্টরি বিল্ডিংসহ অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। কারখানা পুনরায় উৎপাদনে আসতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে।