পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে ‘স্মার্ট কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় মির্জাগঞ্জ উপজেলার অডিটোরিয়াম ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে প্রযুক্তিগত বহুমাত্রিক উন্নয়ন হয়েছে। প্রতিটি কাজে এখন স্মার্ট কার্ড প্রয়োজন হচ্ছে। ফলে স্মার্ট কার্ডের ব্যবহার এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। পরে নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম মস্তফা জানান, উপজেলায় মোট চারশত ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকী ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, আইডিইএ’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাথ মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিঅইজি এস.এম আক্তারুজ্জামান, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী, পটুয়াখালী নির্বাচন অফিসের কর্মকর্তাসহ উপজেলার চার শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।