বরিশালের সাবেক সিটি মেয়র কামাল আর নেই

বরিশালের সাবেক সিটি মেয়র কামাল আর নেই

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল আর নেই। শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহসান হাবিব কামালের ছেলে রুপম  জানান, বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর রাত ১১টার দিকে ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

এদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, আহসান হাবিব কামাল বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রাতের মধ্যেই তার মরদেহ বরিশালে আনা হবে। সকাল থেকে তার বাসভবনে দলের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। এছাড়ক দ্রুতই মরহুমদের জানাজার নামাজ ও দাফন এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমেছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।