ফের ডলারের মূল্য বাড়লো

ফের ডলারের মূল্য বাড়লো

ফের অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে। এপ্রিলে দেশটিতে প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক মানুষের চাকরি হয়েছে। এছাড়া অর্থনীতিবিদদের অনুমানের চেয়ে শ্রমিকদের মজুরি বেশি বেড়েছে। ফলে মার্কিন মুদ্রার মূল্য বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে  এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে জানানো হয়, গত মাসে মার্কিন মুলুকে ২ লাখ ৫৩ হাজার জনের চাকরি হয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ১ লাখ ৮০ হাজার জন।

সেখানে ঘণ্টায় গড় আয় ৪ দশমিক ৪ শতাংশ বার্ষিক হারে বেড়েছে। যেটা বৃদ্ধির আভাস ছিল ৪ দশমিক ২ শতাংশ।

এ প্রেক্ষাপটে শুক্রবার (৫ মে) ডলার সূচক বেড়ে দাঁড়িয়েছে ১০১ পয়েন্ট ৭২ পয়েন্টে। এতে ইউরোর পতন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৯৭১ ডলারে।

জাপানি মুদ্রার বিপরীতেও গ্রিনব্যাকের দাম বেড়েছে। প্রতি ডলারের দর নিষ্পত্তি হয়েছে ১৩৫ দশমিক ১১ ইয়েনে। নিউইয়র্ক ভিত্তিক ইউবিএসের মুদ্রা কৌশলবিদ ভাসিলি সেরেব্রিয়াকোভ বলেন, মূলত এদিন ইউএস কর্মসংস্থান বৃদ্ধির খবর প্রকাশ্যে আসার পর ডলারের দর ঊর্ধ্বমুখী হয়েছে।

নেপথ্যে অন্য কারণ জানিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীরা মনে করেছিলেন; ডলারের দরপতন ঘটতে পারে। তাদের ধারণা পাল্টে দিয়ে প্রধান আন্তর্জাতিক মুদ্রার দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published.