
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, যারা যারা অনুমতি চেয়েছেন, তাদের আমরা বলেছি- আপনারা ফুটপাতে বসে আপনাদের অবস্থান কর্মসূচি পালন করবেন।
রাস্তা বন্ধ করে যেন জনগণের দুর্ভোগ না হয়, গাড়ি বন্ধ না হয়। সেই শর্তে তাদের অনুমতি দিয়েছি। যারা অনুমতি চেয়েছে, তাদেরই কেবল দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাস্তায় যান চলাচল বন্ধ না করে বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থান কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, সব রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দলগুলোকে অনুরোধ করছি, আগামীকাল একটি অফিসিয়াল ডে (কর্মদিবস)। লাখ লাখ লোক অফিসে যাতায়াত করবেন। তাই তাদের বিশেষভাবে অনুরোধ করেছি, তারা যেন কোনো প্রকার রাস্তা অবরোধ না করেন।
এর আগে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সেখান থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই।
আগামীকাল পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।