রাজশাহীতে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা

রাজশাহী নগরীতে প্রেমিকার সামনে বিষপান ও বুকে ছুরিকাঘাত করে বুলবুল নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর ভিতর এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে,দুপুরে বুলবুল মাস্টার শেফে আসেন।পরে তার প্রেমিকা ও প্রেমিকার বান্ধবী সেখানে উপস্থিত হন। একপর্যায়ে বুলবুল তার প্রেমিকাকে বিয়ের কথা জানান এবং তার সাথে থাকা দুটি বিয়ের শাড়ী, থ্রিপিস ও সোনার লকেট দেখান। প্রেমিকা আগে থেকেই বিবাহিত হওয়ায় ও ছয় বছরের বাচ্চার কথা জানিয়ে বিয়েতে অস্বীকৃতি জানান। এতে বুলবুল তার সাথে থাকা ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করার পাশাপাশি বিষপান করেন।ঘটনাস্থলে থাকা ঐ দুই তরুনী বুলবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানিয়েছে,প্রেমের বিষয়টি ছেলে ও মেয়ের দুই পরিবারের সদস্যরা জানতো। এনিয়ে বিভিন্ন সময় শালীস বৈঠকও হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা প্রাথমিক তদন্ত শেষে সেবিষয়ে মামলা হবে। বুলবুল আহমেদ পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার প্রেমিকা ও প্রেমিকার বান্ধবীও একই উপজেলার বাসিন্দা।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।