তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ২০১৪ সালে নির্বাচনে বিএনপি যেভাবে গণতন্ত্র প্রতিহত করেছিল, সেটি করার সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। ২০১৩-১৪-১৫ সালে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদের মোকাবিলা করেছে। এবার যদি বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা চালায় জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, বিএনপি সেদিকেই দেশকে নিতে চায়। এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববারের (২৯ জানুয়ারি) জনসভা প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রস্তুতি শেষ। আশা করা হচ্ছে অন্তত ৬ লাখ মানুষ এ জনসভায় অংশ নেবেন।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।