পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের সব সদস্যকে অজ্ঞান করে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ইন্দুরকানী সদরে সরকারি ইন্দুরকানী কলেজসংলগ্ন পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোর।
ওই বাড়ির মালিক সাতক্ষীরার কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর মো. সাইফুর রহমান অপু। জানা যায়, সকালে বাসার কাজের লোক কাজ করতে গেলে পরিবারের সবাইকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকদের সহায়তায় তার পরিবারের সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।