পুরোনো জুতায় নতুন মূল্য ট্যাগ বসিয়ে বিক্রির দায়ে ফেনীতে বাটার একটি শোরুমের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে শহরের ট্রাংক রোডের বাটার একটি শোরুমকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ওই শোরুমে অভিযানে যাই। এসময় ওই শোরুমে দেখা যায় জুতায় মূল্যট্যাগ পরিবর্তন করা হয়েছে। সেখানে অতিরিক্ত দাম বসিয়ে নতুন ট্যাগ লাগানো হয়েছে। যা ক্রেতাদের সঙ্গে প্রতারণার শামিল। এ অপরাধে ওই শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।