পার্টি অফিসে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

পার্টি অফিসে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

পার্টি অফিসে ঢুকে বিজেপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দ্বারকা এলাকায় বিজেপি নেতার অফিসে ঢুকে এ হামলা চালানো হয়। নিহত বিজেপি নেতা হলেন সুরেন্দ্র মতিয়ালা। খবর এনডিটিভি

বাইকে করে দুষ্কৃতিকারীরা এসে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের অফিসে বসে এক আত্মীয়ের সঙ্গে টিভি দেখছিলেন ওই বিজেপি নেতা। সেই সময়ই মুখ ঢেকে তার দপ্তরে ঢুকে দুই আততায়ী।

অফিসে ঢোকার পরই বিজেপি নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর কাছ থেকে বিজেপি নেতাকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। বিজেপি নেতার ওই আত্মীয়ের উপরও হামলা চালানো হয়েছে কি না স্পষ্ট নয়। তদন্তকারীরা জানিয়েছেন, ৩ জন হামলাকারী অফিসে ঢুকে হামলা চালায়। হামলার সময় বিজেপি নেতার দপ্তরের বাইরে পাহারা দিচ্ছিল এক দুষ্কৃতিকারী। ওই দুষ্কৃতিকারী বাইক নিয়ে দাঁড়িয়েছিল। বাকি ২ জন অফিসে ঢুকে হামলা চালায়।

বিজেপি নেতার ছেলে জানিয়েছেন, কারও সঙ্গে তার বাবার শত্রুতা ছিল না। কী কারণে হামলা, তার তদন্ত শুরু করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, কয়েক জনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ওই বিজেপি নেতার। তার জেরেই এই হামলা কি না খতিয়ে তা দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.