‘পাঠান’ ‘কেজিএফ টু’র আয়ের রেকর্ড ভেঙেছে!

‘পাঠান’ ‘কেজিএফ টু’র আয়ের রেকর্ড ভেঙেছে!

বক্স অফিসে অব্যাহত রয়েছে ‘পাঠান’ ঝড়। মুক্তি ১৩তম দিনে সোমবার সিনেমাটি ভারতের বাজারে ‘কেজিএফ টু’র আয়ের রেকর্ড ভেঙেছে। এদিনেও সিনেমাটি সাড়ে ৯ কোটি রুপি (প্রাথমিক আনুমানিক) আয় করেছে। এ পর্যন্ত দেশের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৩৮ কোটি ৫ লাখ রুপি। আর এর মধ্য দিয়ে হিন্দি ভাষায় ‘কেজিএফ টু’র লাইফটাইম (৪৩৪ কোটি ৭ লাখ রুপি) সংগ্রহকে ছাড়াল ‘পাঠান’। কেজিএফ টু’ ভারতীয় থিয়েটারগুলোতে সব ভাষায় প্রায় ৯৬০ কোটি রুপি সংগ্রহ করেছে। আর বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১ হাজার ১৪৮ কোটি রুপি দাঁড়িয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক  বলা হয়েছে, ‘পাঠান’-এর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে, সোমবার পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৮৩২ কোটি ২০ লাখ রুপি সংগ্রহ করেছে।

এদিকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বলিউডে বড় কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তাই হিন্দি ভাষী বাজারে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এসএস রাজামৌলির ‘বাহুবলী টু’র (৫১০ কোটি ৯৯ লাখ রুপি) সংগ্রহকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে ‘পাঠান’-এর।