প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা আসার পর সরকারের সহযোগিতায় যে কয়টা নির্বাচন করেছি, সরকারের হস্তক্ষেপ আজ অব্দি পাইনি।সোমবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রশাসনের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, পুলিশ প্রশাসনের যে ভূমিকা এখন পর্যন্ত পেয়েছি, এ ধরনের যদি একটা নিউট্রাল (নিরপেক্ষ) অবস্থানে উনারা থাকেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচনটা অনেক ভালোভাবে করা সম্ভব হবে। সিইসি বলেন, ‘নির্বাচনটা যদি প্রভাবিত হয়ে যায় ব্যাপকভাবে এবং সেই তথ্য যদি আমাদের কাছে এসে পরে মিডিয়ার মাধ্যমে, জাতীয় যে প্রিন্ট পত্রিকাগুলো আছে, আমরা সেগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করব। ইলেকট্রনিক মিডিয়া; আমরা সঙ্গে সঙ্গে চ্যানেল দেখি। এগুলোর মাধ্যমে ঐক্যমত্য হয়েছে নেগেটিভ যে আচরণ ওর ওপরে ভিত্তি করে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।