নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হাতপাখার প্রার্থীর লোকজন লাঠিসোটা নিয়ে নগরীর বাইরে নিয়েছিলো বলে অভিযোগ করেছেন নৌকার মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।
সোমবার (১২ জুন) বিকাল ৪টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আফজালুল করিম বলেন, তারা গত কয়েকদিন ধরেই নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে আজ তাদের কয়েক হাজার লোক লাঠিসোটা নিয়ে নগরী গরিয়ারপাড় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এই অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এসময় পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।