সংগৃহীত ছবি
বিয়ের অনুষ্ঠানে অন্য সবার মতোই নাচছিলেন ১৯ বছরের এক তরুণ। কিন্তু হঠাৎ করেই নাচ বন্ধ করে মাটিতে পড়ে যান তিনি। তারপর স্থানীয়রা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তরুণকে।
মারা যাওয়া ওই যুবকের নাম মুত্যম। ভারতীয় সংবাদমাধ্যম আজতাকের প্রতিবেদন থেকে জানা গেছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামে।
মুত্যম মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানার নির্মল জেলায় গিয়েছিলেন। সেখানেই নাচের সময় হঠাৎ করেই পড়ে যান তিনি। প্রথমে উপস্থিত অতিথিরা তরুণের পড়ে যাওয়াকে নাচের অংশ মনে করেছিলেন। কিন্তু যখন দেখেন আর উঠে দাঁড়াচ্ছে না, তখন এগিয়ে আসেন সবাই।
এরপর উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় মুত্যমকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
বিয়ে বাড়িতে ওই তরুণের নাচ মোবাইল ফোনে ভিডিও করছিলেন একজন। সেই ভিডিওতেই ধরা পড়ে এ দৃশ্য। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এখন ভাইরাল।