আজ শনিবার দুপুর ২ টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিনের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন গতকাল রাত পৌনে ১২ টায় গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে জানান, দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজ ১০ জুন শনিবার দুপুর ২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন রমনা ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।