ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ড্রাফটে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
ড্রাফটে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরির এক লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৬৪২ টাকা।দ্য হান্ড্রেডের এবারের আসর শুরু হবে ৩ আগস্ট, শেষ হবে ৩ সেপ্টেম্বর। তার আগে সোমবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। সেখান থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলভুক্ত করা যাবে মোট ১৭ জনকে।
এ ড্রাফটে সাকিবের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কুইন্টন ডি কক, জাই রিচার্ডসন ও আন্দ্রে রাসেল। এক লাখ ২৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারিন, কেইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি ও ডেভিড ওয়ার্নার। ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ আমির, ডোয়াইন ব্রাভো, নাথান কোল্টার-নাইল, অ্যারন ফিঞ্চ, শাদাব খান, এভিন লুইস, রিলি মেরেডিথ, ডেভিড মিলার, হারিস রউফ, ইমরান তাহির ও মুজিব উর রহমান। প্রসঙ্গত, গত বছর অনুষ্ঠিত হয়েছে দ্য হান্ড্রেডের প্রথম আসর। সেবার সাকিবসহ ড্রাফটে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের আট ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সাব্বির রহমান। প্রথম আসরে সর্বোচ্চ ভিত্তিমূল্য পাওয়া ১০ ক্রিকেটারের তালিকায় ছিলেন সাকিব-তামিম। দুই বাংলাদেশি ছাড়া বাকি ৮ ক্রিকেটার ছিলেন বাবর আজম, কুইন্টন ডি কক, কেইরন পোলার্ড, লুকি ফার্গুসন, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা এবং ডেভিড ওয়ার্নার।