রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের সাবেক সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘ প্রায় চার বছর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এদিকে সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদেহী শোক প্রকাশ করা হয়েছে।