ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে ও কিশোরগঞ্জে পুকুর -ডোবার পানিতে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুর হলো তাবাসসুম আক্তার (৪) ও উমর মিয়া (৬)। রোববার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। উমর সুহিলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ও তাবাসসুম একই গ্রামের মহসিন মিয়ার মেয়ে।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওমর ও তাবাসসুম মিলে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তারা সেখান থেকে হারিয়ে যায়। পরে দীর্ঘক্ষ খোঁজাখুঁজি করে বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, কিশোরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানাতুল্লাহ (২) ছয়না গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। অপর শিশু মোফাসসিরা (১৭ মাস) একই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। তারা চাচাতো ভাই-বোন। বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু দু’টি বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুকে ভাসতে দেখেন তারা। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।