ঢাকা ও সিলেট বিভাগসহ দক্ষিণাঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বড় ধরনের প্রভাব বাংলাদেশের ওপর না পরার সম্ভাবনা বেশি। আগামী দুইদিনের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, পরবর্তী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।