আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করতে চায় বিএনপি। যার জন্য দফায় দফায় ডিএমপির সঙ্গে আলোচনা করেছে বিএনপি। মহাসমাবেশে কত লোক ঢাকায় আনতে চায় বিএনপি, তা জানতে চেয়েছিল ডিএমপি। তার জবাবে বিএনপি জানিয়েছে ১ লাখ ২০ হাজার লোকের মহাসমাবেশ করতে চায় ঢাকা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, বিএনপি এক চিঠিতে উল্লেখ করেছে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লোক হবে শনিবারের মহাসমাবেশে। অন্য কোনো রাজনৈতিক দলের লোকজন আসবে না এ সমাবেশে। আর নয়াপল্টনেই সমাবেশ করতে চায় দলটি। সমাবেশের নিরাপত্তায় থাকবে ৫০০ স্বেচ্ছাসেবক। চিঠিতে এ বিষয় জানিয়েছে তারা।
এর আগে সকালে ডিএমপি জানায়, বুধবার (২৫ অক্টোবর) পল্টন থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে, সমাবেশের জন্য নয়াপল্টন ছাড়া বিএনপির কাছে বিকল্প আরও দুটি ভেন্যুর নাম চাওয়া হয়েছে।
ডিএমপি ওই চিঠিতে যেসব বিষয় বিএনপির কাছে জানতে চেয়েছে সেগুলো
* সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশে কখন শেষ হবে।
* সমাবেশে কী পরিমাণ লোকসমাগম হবে।
* সমাবেশটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হতে ঠিক কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে?
* সমাবেশের বক্তব্য প্রচারে কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে।
* সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কিনা?
* সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কিনা? হলে তার সংখ্যা কত?
*জননিরাপত্তার কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া না হলে বিকল্প আরও দুটি ভেন্যু নাম দেওয়ার প্রস্তাব করা হলো।
আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি।
গত ২১ অক্টোবর ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। এর আগে গত ১৮ অক্টোবর সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।