ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার উত্তর উপকূলে ট্রলারে ভাসতে থাকা ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।
উপকূল থেকে সাড়ে ৬ কিলোমিটার দূরে প্রথমে ওই রোহিঙ্গাদের বহনকারী ট্রলার দেখতে পান নৌবাহিনীর সদস্যরা। এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। শ্রীলঙ্কার নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন ওই রোহিঙ্গারা। তারা মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিলেন। ভাসতে থাকা ট্রলারে ৩৯ জন নারী, ২৩ শিশু ও ৮০ জন পূর্ণবয়স্ক মানুষ ছিলেন। তাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। উদ্ধারের পর এসব রোহিঙ্গাকে হাসপাতালে নেয়া হয়েছে।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে জীবন ভয়ে বাংলাদেশে পালিয়ে আসেন রোহিঙ্গা শরণার্থীরা। একপর্যায়ে সাগর পাড়ি দিয়ে এ দেশে ঢুকে টেকনাফসহ আশপাশে আশ্রয় নেয় তারা। এই সংখ্যা সাড়ে ৭ লাখেরও বেশি।