টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নিতু আক্তার ( ৮) টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর গ্রামের লালচান মিয়ার মেয়ে।
স্বজন ও এলাকাবাসী জানায়, নিতু আক্তার বিকেলে দাদার সঙ্গে বাড়ির পাশেই একটি পুকুরে গোসল করতে যায়।
দাদা নাতনীকে পুকুর পাড়ে বসিয়ে গোসল করতে পুকুরে নামে। গোসল শেষে আর নাতনীকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাসায় এসে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে নিতুর হদিস পাওয়া যায়নি। পরে আশপাশে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুনরায় পুকুরে নেমে এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে