টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলংকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ১২তম ম্যাচে মুখোমুখি শ্রীলংকা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগেই মূলপর্বের খেলা নিশ্চিত হয়ে গেছে শ্রীলংকার। তাদের সঙ্গে এ গ্রুপ থেকে উঠেছে নামিবিয়া।

নামিবিয়া এই প্রথম বিশ্বকাপের মতো বড় আসরের মূলপর্বে খেলার সুযোগ পেল। শুক্রবার বিকালের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার ১২তে খেলার টিকিট নিশ্চিত করে নামিবিয়া। শ্রীলংকা নিজেদের প্রথম দুই খেলায় জিতে আগেই বিশ্বকাপের মূলপর্বের টিকিটি নিশ্চিত করে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডস জয় পেলেও তাদের কোনো লাভ নেই। এ ম্যাচের আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিজেদের প্রথম দুই খেলায় হেরে আগেই ছিটকে যায় নেদারল্যান্ডস।  তাই শ্রীলংকা-নেদারল্যান্ডসের মধ্যকার এ ম্যাচটির তেমন গুরুত্ব নেই। শুধুই আনুষ্ঠানিকতা মাত্র তবে দুই দলই চায় এ ম্যাচে জয় ছিনিয়ে নিতে। বিশ্বকাপের মূলপর্বের আগে ফুরফুরে মেজাজে থাকতে শ্রীলংকার চাই জয়।  অন্যদিকে প্রথম দুই ম্যাচে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে জিতে বাড়ি ফিরতে চায়।