একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল লিভারপুল। প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন মোহামেদ সালাহ। জালের দেখা পেলেন সাদিও মানে ও ফাবিনিয়োও। লিডস ইউনাইটেডকে উড়িয়ে জয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার ৩-০ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচের শেষ আধা ঘণ্টা একজন কম নিয়ে খেলে লিডস।