জিম্বাবুয়েতে হারলেও হতাশ হবেন না খালেদ মাহমুদ

জিম্বাবুয়েতে হারলেও হতাশ হবেন না খালেদ মাহমুদ

জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত বাংলাদেশ টি ২০ ও ওয়ানডে দলের ক্রিকেটারদের জন্য সোমবার ঢাকার একটি হোটেলে মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিবি। সেখানে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, ‘জিম্বাবুয়েতে আমরা ৩-০তে হারলেও হতাশ হব না আমি।’ তিনি চান ক্রিকেটাররা যেন মুক্তমনে খেলেন। ড্রেসিংরুমের কথাবার্তা যাতে বাইরে না যায় সেজন্য দলের সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেন তিনি। এসময় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস উপস্থিত ছিলেন। খালেদ মাহমুদ বলেন, ‘সাকিব-তামিমরা আইকন। টি ২০-তে এখনো আমরা কিছু করতে পারিনি। নতুনদের একটু দেখে নিতে চাই। সিনিয়রদের বিশ্রাম দেওয়ার দরকার। তরুণদেরও দেখা প্রয়োজন।’ তিনি যোগ করেন, ‘আমাদেরকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। ক্রিকেট একটা মনস্তাত্বিক খেলা। আমরা একটা পরিবারের মতো। আমাদের ঘরের খবর বাইরে যাওয়া উচিত নয়।’ তার সরস মন্তব্য, ‘আমি তো কাজের জায়গায় এসে বলি না যে, বাসায় বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছি।’ তিনি বলেন, ‘আমরা চাই মাহমুদউল্লাহ চাপমুক্ত হয়ে খেলুক। অধিনায়ক পারফর্ম না করলে দলের ওপর চাপ আরও বাড়ে। এটাই একমাত্র ফরম্যাট যেখানে পরীক্ষার সুযোগ আছে। জিম্বাবুয়েতে সিরিজ হারলে হতাশ হওয়ার কিছু নেই। শরীরী ভাষাটাই আসল।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে দল সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তি নয়। উন্নতিই আসল। হঠাৎ প্লেয়ার তৈরি করা সম্ভব নয়। পুরো দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। সাহস ছাড়া কিছুই হয় না।’ মাহমুদ বলেন, ‘সিনিয়ররা থাকতে বাংলাদেশ যেন আরেকটি দল হয়ে ওঠে, সেই চেষ্টা রয়েছে আমাদের। বাদ পড়লে মন খারাপ হতেই পারে। দল একটা পরিবারের মতো, তাই এখানকার কথা বাইরে যাওয়া ঠিক নয়। ভুল আমরা সবাই করি। আজকের পর হয়তো আর ভুল হবে না। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অনেক খেলা হয়। সেগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।’ জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।