জাহাঙ্গীর শা‌ন্তি সমা‌বে‌শে ৫০০ বাস নিয়ে ঢাকায় আসবেন

জাহাঙ্গীর শা‌ন্তি সমা‌বে‌শে ৫০০ বাস নিয়ে ঢাকায় আসবেন

রাজধানী শ‌নিবার (২৮ অক্টোবর) ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে টঙ্গী-গাজীপুর থেকে প্রায় দুই লাখ লোক নিয়ে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম জানান, আজ ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে তিনি দুই লাখেরও বেশি লোক নিয়ে ঢাকায় যাবেন। তাদের যাতায়াতের জন্য ইতিমধ্যে ৫০০ বাস চুক্তি করা হয়েছে। সকাল ১১টায় গাজীপুর ও‌ টঙ্গী থে‌কে এসব বাসে নেতাকর্মীদের নিয়ে ঢাকার সমাবেশে নিয়ে যাবেন। বাসের পাশাপাশি কয়েকশ প্রাইভেটকার ও মাইক্রোবাসও যাবে।

জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেল সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন।

তার মা জা‌য়েদা খাতুন মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচনে তার মায়ের পক্ষে থাকায় তাকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেওয়া শাস্তি মওকুফ করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

এর আগে আওয়ামী লীগের দুটি সমাবেশে লাখো লোক নিয়ে অংশগ্রহণ নেন জাহাঙ্গীর আলম।