জামালপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোলাইমান হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়।
আটক সোলাইমান হোসেন জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সোলাইমান ওই ছাত্রীকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে শুক্রবার দুপুরে ওই ছাত্রীকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান বলেন, আটক সোলাইমান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। এর আগেও সে দুটি বিয়ে করেছে। বেশ কিছুদিন ধরে সোলাইমানের নজরে পড়ে ওই শিশুটি। কৌশলে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে সে। তারপর তাকে নরসিংদী জেলার ঘোড়াশালে নিয়ে যায়। সেখানেই সে ওই শিশুকে ধর্ষণ করে। শুক্রবার শিশুটিকে এলাকায় নিয়ে এলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।