দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেট থেকে মৎস ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।
তপশিলের বিরুদ্ধে এবং অবরোধের পক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে সহকারে মিছিল শেষে শিল্পকলা একাডেমি সংলগ্ন চৌরাস্তায় রাস্তায় বসে অবরোধ করেন।
উক্ত মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবিএম ইজাজুল কবির রুয়েল, মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, মো. আলফি লাম, মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের শাহাদাত হোসেন মানিক, সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম রেজা, ইকবাল হোসেন, কাজী মো. শহিদুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. আকরাম হোসেন টোটন, আনিছুর রহমান, মিমনুর রহমান, মো. জহিরুল ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের লিমন আহম্মেদ, খোকা আহমেদ, আরিফ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মো. মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির, আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এম এইচ রাসেল বিল্লাহ, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, মাহমুদ বিন কবির, রাসেল সরকার, জাহিদুল ইসলাম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।