চট্টগ্রামে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে রমজান আলী নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুন) রাতে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী সাইদুল হকের পক্ষে কাজ করেছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চরপাথর ঘাটায় আড্ডা দিচ্ছিলেন রমজান আলী। এ সময় বিজয়ী মেম্বার প্রার্থী মোহাম্মদ ইছহাকের কর্মী-সমর্থকরা অতর্কিত হামলা চালায় তার ওপর। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।