কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন নিহত দুই

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন নিহত দুই

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার একটি ফিলিং স্টেশনে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পরে দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুরের রিফাইতপুর উপজেলার দিঘলকান্দী গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল আনলোড করার সময় অসাবধানতায় আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

কুষ্টিয়ার ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক জানে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখছেন তারা।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।