কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে মতো পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া খাতুন। একসাথে পাঁচটি সন্তান জন্ম দেওয়ায় পরিবারের সদস্যরা অনেক খুশি, এদিকে বাচ্চাগুলোকে দেখতে ভিড় করছে সাধারণ মানুষ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রীর গর্ভধারণের পাঁচ মাসের মাথায় পাঁচটি শিশু জন্ম গ্রহণ করেছে, পাঁচটি শিশুর মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে সন্তান । বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
পাঁচ শিশু জন্ম হওয়ায় পরিবারে সবাই আনন্দিত এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। পাঁচটি শিশু এক সাথে জন্ম নেওয়ার বিরল ঘটনায় শিশুদের এক ঝলক দেখার জন্য ভিড় করছে সাধারণ মানুষ।
দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা বলছেন, সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছে কিন্তু শিশুগুলোর ওজন একেবারেই কম হওয়ায় তারা ঝুঁকিতে রয়েছে। তাদেরকে ইমার্জেন্সি স্ক্যানু রুমে রাখা হয়েছে।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ মো. শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে বাচ্চাগুলোর ওজন পাঁচশ’-ছয়শ’ গ্রাম হওয়ায় একটু ঝুঁকি রয়েছে। তবে মা সুস্থ আছেন।