চৈত্রের খরতাপে পুড়ছে দেশ। আবহাওয়াবিদদের মতে আরও এক সপ্তাহ থাকতে পারে এই দাবদাহ। এই গরমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সবারই অবস্থা কাহিল। সারা দিন রোজা রেখে নিজের শরীরে পর্যাপ্ত পানির ঘাটতি পূরণ করা বেশ কঠিন।
শিশুদের ক্ষেত্রে ব্যাপারটি আরও কঠিন। প্রাপ্তবয়স্করা তাও নিজেদের পানিশূন্য অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু শিশুরা যেমন নিজেদের পানিশূন্যতা ধরতে পারে না, তেমনই পানি পান করতেও বেশ অনাগ্রহী। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে শিশুদের এই পানিশূন্যতা পূরণ করবেন মা–বাবা।