করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসায় মাস্ক পরার নির্দেশ

করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসায় মাস্ক পরার নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মাদ্রাসাগুলোতে মাস্ক পরিধান করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা পেয়ে অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধকল্পে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধি-শাখা থেকে এক প্রজ্ঞাপনে দোকান, শপিং মল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ ছয়টি নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সম্প্রতি সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনসাধারণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে মর্মে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে।