কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ার ঘটনায় নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. লুৎফর রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক অপর দুইজন হলেন- ভুরুঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও খণ্ডকালীন শিক্ষক মাওলানা জুবায়ের হোসেন।
বুধবার দুপুরে আটকদের ভূরুঙ্গামারী থানা থেকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে, প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ সেপেটম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এজাহারে উল্লেখিত প্রধান চার আসামির মধ্যে স্কুলের ক্লার্ক আবু হানিফ বর্তমানে পলাতক রয়েছেন। প্রশ্নফাঁস হওয়ার ঘটনায় দিনাজপুর বোর্ড বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য গণিত পরীক্ষাসহ চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া ২৪ সেপ্টেম্বর পদার্থ, ২৫ সেপ্টেম্বর কৃষি শিক্ষা ও ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।