এবার ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

এবার ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

বিদেশি শিল্পীদের ঢাকায় আসার মাত্রা দিনদিন বাড়ছে। এইতো সেদিন, ঢাকা মাতিয়ে গেছেন রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া। তার রেশ কাটতে না কাটতেই ঢাকায় এসেছেন শিল্পা শেঠি।

এবার ঢাকা মাতাতে আসছেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানের সঙ্গে ঝড় তুলবেন তিনি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূইঁয়া জানান, এবারই প্রথম ঢাকা আসছেন নোরা ফাতেহি। তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। চলতি বছর ডিসেম্বরে ঢাকায় আসছেন নোরা।

জানা গেছে, ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি।

কানাডিয়ান মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। জন্মসূত্রে মরোক্কান হলেও একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে উল্লেখ করেছেন নোরা। ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছিল। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক-২’ সিনেমায় আইটেম গানে দেখা গিয়েছিল তাকে। হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও নোরা সমান দক্ষ।

‘বিগ বস-৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজর কাড়ে দর্শকদের।