চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য আলম হোসেন ওরফে আলম ঝাপড়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন-জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা এলাকার রাজু আহমেদ (২৯), বাবলু (৩৫) ও দুরুল হোদা (৫৫)। শনিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার রাতে নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামকে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় নয়ালাভাঙার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা একটার দিকে সুন্দরপুর-নবাব মোড় এলাকায় নয়ালাভাঙ্গা ইউপি সদস্য আলম হোসেনকে একদল দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়