গরুতে পাট খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

গরুতে পাট খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান সুটার পিস্তল, ৬টি রামদা, ১টি ছোরা ও ৩টি ঢাল। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামের গেদু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) ও একই এলাকার রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে বজলু মালিথা ও শরিফুল ওরফে ভেলাস মালিথা নিহতের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে । উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু দেশি অস্ত্র। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উজ্জল সর্দার গ্রুপ ও বজলু মালিথা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল জোড়া খুনের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন গুরুতর আহত হয়। এদিকে জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *