রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। । এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২১ জুলাই) ঈদের দিন দুপুর সোয়া ২টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সৈয়দপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা হিমাচল নামে আরেকটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন আরও ৩ জন। তিনি আরও জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।