ইয়াবাসহ গ্রেফতার দুই নারী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ৫ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে মহাসড়কের কেঁওচিয়া তেমুহনী এলাকা থেকে এসআই সুব্রত দাশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার দুজন হলেন- কিশোরগঞ্জের নগুয়া এলাকার মৃত মাহাবুবুল আলমের মেয়ে সোনিয়া আক্তার মনি (৪০) ও দিনাজপুরের হামিদপুর ইউনিয়নের খলিলপুর গাছুয়া পাড়ার মৃত আবছার আলীর মেয়ে মুক্তারিনা (৪১)। পুলিশ জানায়, ইয়াবাপাচারের গোপন তথ্য পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনার কেঁওচিয়া এলাকায় পুলিশের চেকপোস্টে টিআর ট্রাভেলসের একটি এসি বাসে তল্লাশি করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।  সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় পাঁচ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। কাল আদালতে পাঠানো হবে।