আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। নবাগত গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি আরেক নবাগত দল লখনৌ সুপার জায়ান্টসও।
আজ (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে সুপার কিংস ও সুপার জায়ান্টস। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে তারা।