বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন এরদোগান

বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন এরদোগান

তুর্কি প্রতিষ্ঠান টিসিজি আনাদোলুর তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এটি বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ যুদ্ধজাহাজ ড্রোনের পাশাপাশি হেলিকপ্টারও বহন করতে সক্ষম। খবর হুরিয়াতের। নির্মাতা প্রতিষ্ঠান টিসিজি আনাদোলুর কাছ থেকে সোমবার (১০ এপ্রিল) এটি তুরস্কের নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন প্রেসিডেন্ট এরদোগান।

এসময় এরদোগান বলেন, টিসিজি আনাদোলু একটি গেম চেঞ্জার নির্মাতা প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত তাদের মিলগেম নামে নতুন এ যুদ্ধজাহাজ তুরস্কের সামরিক শক্তিকে আরও মজবুত করবে। এরদোগান বলেন, এখন থেকে নিজেদের প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র তুরস্ক নিজেই তৈরি করবে। এ অঞ্চলের নেতৃত্ব দেবে তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published.